Narsingdi Technical School & College - সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কে বা কারা নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নাম করে প্রতারনার উদ্দেশ্যে মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশ/নগদ/মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেনিং কোর্সে ভর্তির নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পা দিবেন না। অত্র প্রতিষ্ঠানে সকল ভর্তি কার্যক্রম সরাসরি প্রতিষ্ঠান হতে পরিচালনা করা হয় এবং অনলাইনে ভর্তি সংক্রান্ত কোনো লেনদেন করা হয় না।
Narsingdi | Tuesday, 26 September 2023, 11 Ashin 1430, 18:28:13